সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির
টিডিসি রিপোর্ট
আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪১ AM
facebook logotwitter logo
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে নতুন নিদের্শনা দেয়া হয়েছে। এখন থেকে ফেল করা শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধু ফেল করা কোর্সে পরীক্ষা দিলেই হবে জানানো হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। এছাড়া যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।
0 Comments