অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ কবে, জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা শুরুর ৬ মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল পাননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। এ নিয়ে দুশ্চিন্তায় কয়েক লাখ শিক্ষার্থী। তবে এসব শিক্ষার্থীরা শিগগির সুখবর পেতে যাচ্ছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে। আজ সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, চলতি বছরের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল আগামী ২০ নভেম্বর প্রকাশিত হতে পারে। পরীক্ষার্থীরা ওইদিন বিকেল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে তাদের ফলাফল দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এবং নির্ভুল ফলাফল নিশ্চিত করতে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণ করা হচ্ছে। সময়মতো সঠিক ফলাফল প্রদান নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও নির্ধারিত মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফলাফল প্রকাশের পর যদি কেউ ফলাফল নিয়ে কোনো আপত্তি জানাতে চান, তাহলে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে, গত ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হলেও নানা জটিলতায় সেটির কার্যক্রম শেষ করতে দীর্ঘসময় লেগে যায়।
সোর্স The daily campus
0 Comments