Comments

6/recent/ticker-posts

পিএইচডি গ্রোগ্রামে (সমাজবিজ্ঞান - রেজিস্ট্রেশন নম্বরঃ ১৯৮২০০০০০১২) ফেলোশিপ মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন।

 জাতীয় বিশ্ববিদ্যালয়



গাজীপুর-১৭০৪


সূত্র: ৩৬ (০০৫) জাতী:বি:/এমফিল পিএইচডি/২০০৬/১/৩০৭৫


তারিখ: ০৭/১১/২০২৪



প্রজ্ঞাপন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক: ৩৬ (০০৫) জাতী:বি:/এমফিল পিএইচডি/২০০৬/১/২৩০৩, তারিখ: ১৫/১২/২০১৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিম্নবর্ণিত গবেষক ২বছরের জন্য এমফিল প্রোগ্রামে ফেলোশিপ প্রাপ্ত হন। পরবর্তীতে কোর্সওয়ার্ক পরীক্ষার ফলাফল, গবেষণা প্রকাশনা এবং সুপারভাইজার-এর সুপারিশের ভিত্তিতে সূত্র: ৩৬ (০৩৬) জাতী:বি:/এমফিল পিএইচডি/কনভার্সন /২০১৭/১/৩০৩৬, তারিখ: ২০/১০/২০২৪ সংখ্যক প্রজ্ঞাপনমূলে ২ বছর মেয়াদি এমফিল প্রোগ্রাম থেকে পূর্বের ধারাবাহিকতায় ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত (Converted) হন। কনভার্টেড হওয়ায় তাঁকে পিএইচডি প্রোগ্রামে অবশিষ্ট ২ বছর মেয়াদের জন্য মাসিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে ফেলোশিপ মঞ্জুর করা হলো।


ক্রমিক


০১.


গবেষকের নাম


রেজিস্ট্রেশন নম্বর


ফেলোশিপের


মেয়াদ


মাসিক ফেলোশিপ


মোঃ মাজহারুল ইসলাম


(০০০২৪৫২৯)


সমাজবিজ্ঞান


১৯৮২০০০০০১২


২ বছর


২০,০০০/- (বিশ হাজার টাকা)


পিএইচডি গবেষক জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর


সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান


বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা


অধিদপ্তর, ঢাকা


বিষয়


উল্লিখিত গবেষককে ৩০/১১/২০২৪ তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রেষণের আদেশ, দায়িত্ব হস্তান্তর ও ছাড়পত্র বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখায় জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পন্ন করার জন্য বলা হলো।


ভাইস-চ্যান্সেলর এর নির্দেশক্রমে


09.07.202


(অধ্যাপক ড. ফকির রফিকুল আলম) ডিন


স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র


তারিখ: ০৭/১১/২০২৪


সূত্র: ৩৬ (০০৫) জাতী:বি:/এমফিল পিএইচডি/২০০৬/১/৩০৭৫


অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:


১. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা


২. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়


৩. চেয়ারম্যান, একাডেমিক কমিটি, সোশ্যাল সায়েন্স গ্রুপ, জাতীয় বিশ্ববিদ্যালয়


৪. পরিচালক, (অর্থ ও হিসাব) জাতীয় বিশ্ববিদ্যালয়


৫. পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় (প্রজ্ঞাপনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশের


প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো)


৬ . উপ-রেজিস্টার ও সচিব, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়


৭. মোঃ মাজহারুল ইসলাম (০০০২৪৫২৯), পিএইচডি গবেষক (সমাজবিজ্ঞান), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর


৮. অফিস কপি/নোটিশ বোর্ড


মোশ


০৭.১১.২০২৪ (মো: শওকত আলম)


উপ-রেজিস্ট্রার


এমফিল এন্ড পিএইচডি ইউনিট

Post a Comment

0 Comments