Comments

6/recent/ticker-posts

পিএইচডি গ্রোগ্রামে (সমাজবিজ্ঞান - রেজিস্ট্রেশন নম্বরঃ ১৯৮২০০০০০১২) ফেলোশিপ মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন।

 জাতীয় বিশ্ববিদ্যালয়



গাজীপুর-১৭০৪


সূত্র: ৩৬ (০০৫) জাতী:বিং/এমফিল পিএইচডি/২০০৬/১/৩০৭৫


প্রজ্ঞাপন


তারিখ: ০৭/১১/২০২৪


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক। ৩৬ (০০৫) জাতী:বি:/এমফিল পিএইচডি/২০০৬/১/২৩০৩, তারিখ: ১৫/১২/২০১৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিম্নবর্ণিত গবেষক ২বছরের জন্য এমফিল প্রোগ্রামে ফেলোশিপ প্রাপ্ত হন। পরবর্তীতে কোর্সওয়ার্ক পরীক্ষার ফলাফল, গবেষণা প্রকাশনা এবং সুপারভাইজার-এর সুপারিশের ভিত্তিতে সূত্র ৩৬ (০৩৬) জাতী:বি/এমফিল পিএইচডি/কনভার্সন /২০১৭/১/৩০৩৬, তারিখ: ২০/১০/২০২৪ সংখ্যক প্রজ্ঞাপনমূলে ২ বছর মেয়াদি এমফিল প্রোগ্রাম থেকে পূর্বের ধারাবাহিকতায় ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত (Converted) হন। কনভার্টেড হওয়ায় তাঁকে পিএইচডি প্রোগ্রামে অবশিষ্ট ২ বছর মেয়াদের জন্য মাসিক ২০,০০০/-(বিশ হাজার) টাকা হারে ফেলোশিপ মঞ্জুর করা হলো।


ক্রমিক


গবেষকের নাম


রেজিস্ট্রেশন নম্বর


ফেলোশিপের মাসিক মেয়াদ


০১. মোঃ মাজহারুল ইসলাম


ফেলোশিপ


(০০০২৪৫২৯) পিএইচডি গবেষক জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর


6 সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা


বিষয়


২০,০০০/- (বিশ হাজার টাকা)


উল্লিখিত গবেষককে ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রেষণের আদেশ, দায়িত্ব হস্তান্তর ও ছাড়পত্র বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখায় জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পন্ন করার জন্য বলা হলো।


ভাইস-চ্যান্সেলর এর নির্দেশক্রমে


09.07.2028 (অধ্যাপক ড. ফকির রফিকুল আলম)


স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র


সূত্র: ৩৬(০০৫) জাতী:বি:/এমফিল পিএইচডি/২০০৬/১/৩০৭৫


অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:


তারিখ: ০৭/১১/২০২৪


১. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা


২. রেজিস্ট্রার, আতীয় বিশ্ববিদ্যালয়


৩. চেয়ারম্যান, একাডেমিক কমিটি, সোশ্যাল সায়েন্স গ্রুপ, জাতীয় বিশ্ববিদ্যালয়


পরিচালক


৫. তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় (প্রজ্ঞাপনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো) ৬. উপ-রেজিস্টার ও সচিব, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়।


৪. পরিচালক, (অর্থ ও হিসাব) জাতীয় বিশ্ববিদ্যালয়


৭. মোঃ মাজহারুল ইসলাম (০০০২৪৫২৯), পিএইচডি গবেষক (সমাজবিজ্ঞান), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৮. অফিস কপি/নোটিশ বোর্ড


০৭.১১.২০২৪ (মো: শওকত আলম) উপ-রেজিস্ট্রার এমফিল এন্ড পিএইচডি ইউনিট


২ বছর


সমাজবিজ্ঞান ১৯৮২০০০০০১২

Post a Comment

0 Comments